সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০০:০০

মধ্যরাতের সুখ
রাইসুল এইচ চৌধুরী

চোখের পাপড়ি ছুঁয়ে গেলো

ইথারের ¯স্রোত

জলের লাহান

কেনো এতো ঢেউ খেলো!

তুলে সাম্পান

ভিজে ভিজে একাকার শরীরের লোম;

অম্বুরী নহরে-

সাঁতরে বেড়ালো বেওয়ারিশ প্রেম

আজ মধ্যরাতে কেনো

এতো জল ঢালো ভেজা শহরে!

আজ মধ্যরাতে, প্রজাপতি উঁকি

দেয়;

খুলে আসমান

শরীরে সুর তোলে

প্রেমের মাচান

ছলকে-ছলকে

উচাটন মন

ঝরে কেনো আজ,

খুলে হৃদয় সামান!

বাজিগর মন

কেনো উচাটন!

চুপে-চুপে পেখম মেলে

ছড়িয়ে জাফরান।

রচনাকাল : ৩০.০৬.২৩খ্রিঃ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়