সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০০:০০

পাখির গান
কবির হোসেন মিজি

হলুদ বনের হলুদ পাখি হলুদ তারই রং

এদিক-ওদিক ঘুরে বেড়ায় দেখায় কত ঢং।

দুটি রঙে রঙিন হলো সবুজ টিয়ে পাখি

তার রূপেতে মুগ্ধ হয়েদেশের ছবি আঁকি।

কোকিল পাখির কুহুতানে মন জুড়িয়ে যায়

গায়ের রঙটি কালো বলে কেউ না ফিরে চায়।

শীষ দিয়ে যায় দোয়েল পাখি মিষ্টি মধুর সুরে

কাছে এসে দেয় না ধরা থাকে দূরে দূরে।

বুলবুলিটির মাথায় টোক লেজ নাচিয়ে ঘুরে

আপন মনে গান গেয়ে যায় অচেনা কোন সুরে।

খাঁচায় বসে ময়না পাখি বলে কত কথা

ভাগ করে নেয় মানব প্রাণির মনের যত ব্যথা।

বাবুই পাখি স্বযতনে বাঁধে তাদের বাসা

তাল গাছেরই নীড়ে খুঁজে নিবির ভালোবাসা।

চড়ুই পাখি কিচির মিচির গায় যে কত গান

ঘরের কোণে নিত্য শুনে জুড়িয়ে যায় প্রাণ।

এমনি করে পাখিগুলো প্রকৃতিতে উড়ে

রোজ সকালে ঘুম ভেঙ্গে যায় পাখির গানের সুরে।

রচনাকাল : ১৩ অক্টোবর ২০১৭খ্রিঃ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়