সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০

ভালোবাসার আর্তনাদ
মোঃ হানজালা দিপু

তোমারে দেখিনি কতোকাল হলো,

বিরহডোরে কতো রাত পোহালো।

চারদিকে কলরব বিচ্ছেদের গান,

প্রেমিকার কোলাহলে তুমি যেনো প্রাণ।

মনে মেঘ আধার হয় শূন্যতায়,

কল্পনায় হেসে উঠি তোমার কথায়।

হারিয়ে যাওয়া কথা সব মনে পড়ে যায়,

কতো সুখ ছিলো বুঝি স্মৃতির পাতায়।

সুখ খুঁজে বেড়াই আজও পৃথিবীর বুকে,

সুখের পাল ছিলো তোমার হাসি বরণ ওই মুখে।

তোমাকে শান্ত আমার চঞ্চলো মন,

তোমাতে ছুটে যাই, শুনে না বারণ।

হাজারো মুখের ভিড়ে খুঁজি তোমার মুখ,

আমাকে পেয়ে বসেছে ওগো, তোমাকে দেখার দীর্ঘ অসুখ।

কত জ্যোছনা গায়ে মাখাই, তোমার অপেক্ষায়,

এই বুঝি ফিরলে তুমি অবাক করে আমায়।

কতো প্রহর উপবাসে গেলে বলো ফিরবে,

কতটা নিঃশেষ হলে তোমার অভিমান ভাঙবে।

মৃত্যুর দূত যদি চলে আসে হঠাৎ,

ঘুম যদি না ভাঙ্গে, না হয় প্রভাত,

তুমি তবে শুনতে পাবে ভালোবাসার আর্তনাদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়