বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০

বেদনার রং নীল
মোখলেছুর রহমান ভূঁইয়া

বেদনার রং নীল। শান্তির রং সাদা। সাদা সাদা আরো সাদা বিজ্ঞাপন প্রচারের ন্যায় যাপিত জীবনকে সাদার রংতুলিতে সাজাতে যারপরনাই ব্যস্ত আমরা। এই ব্যস্ত জীবন, অতি ব্যাতিব্যস্ততায় পিষিয়ে তুলে। পিষা-পিষীর দোলাচলে শান্তির পায়রা ডানা মেলে। সাদা বকের বিচরণে মুগ্ধ হই। গাংচিল, পানকৌড়ি হয়ে জলের মোহনীয়তায় শিকারে নেমে পড়ি। উড়ন্ত পাখি হয়ে শোন দৃষ্টি রাখি আহারের সন্ধানে।

শান্তি অন্বেষণের সদিচ্ছায় পায়রা উড়ানো যায় না। অযাচিতভাবে চলে আসে ঝড়-ঝাপটা-নিপীড়ন-বঞ্চনা। জীবন হয়ে উঠে দুর্বিষ। বাঁকে বাঁকে নেমে আসে দুঃখের সারথি নয়নের নীল জল তুলির আঁচল।

জীবন-সংগ্রামের অববাহিকতায় সাদা-নীলের সংমিশ্রণে দিন-রাত একীভূত। জীবন হয়ে উঠে ওষ্ঠাগত। মনুষ্যসৃষ্টি ঝড়-তুফান আর শিলাবৃষ্টিতে পথ-পান্তর হয়ে যায় ল--ভ-। যেনো তৈলাক্ত বাঁশের সাথে বানর খেলার ভ- কষা।

সাদা রং আর সাদা রইল না, হয়ে যায় ফ্যাকাশে। প্রিয় রং প্রিয় হয়ে উঠে না। ধরা দেয় না ধবধবে সাদার সাতকাহন। প্রবাদে বলে, এক মন দুধে এক ফোঁটা চনা পড়িলে হয়ে যায় নষ্ট। দীর্ঘ পথচলায় অনাকাঙ্ক্ষিত হোঁচট। সাজানো-গোছানো জীবনসংসার হয়ে যায় তচনচ।

জীবনের এই হীন্যতায়, পরাকাষ্ঠতায়, ছিন্নতায়, হন্যতায় চারপাশের আপন-আপন ভাবনারাই প্রথাসিদ্ধ ভাবনার জগতে ইউটার্ন দিবে।

হৃদয়ের মাঝখানে চিক চিক করা ধাতু দিয়ে শৌখিনভাবে একটি রেখার টান দিবে। একটি সরল রেখা চক্রাকার চক্রে কুঁড়ে কুঁড়ে অশান্তির অনলে ধাবিত হবে। এই চক্র সমান্তরাল করতে করতে এক জনম হারিয়ে যাবে। বেদনার স্মৃতি নিয়ে সাঁতরাতে হবে অথৈ সাগরে। রাগে-ক্ষোভে-অভিমানে পুরানো দিনের ‘গুনাই বিবি’র আলোচিত সুরধ্বনি আওরাবে ও দাদা আর যাব না ঐ। ঐ জীবন পরিক্রমার। স্থান -পরিবেশে না গেলেও দুঃসহ স্মৃতি কখনো ভোলা যাবে না। ভোলা যায় না।

মানুষের মুখ ও মনের চরিত্র প্রায় সাংঘর্ষিক। কথায়-কাজে-আচরণে বিদ্রুপ মুখোশ উন্মোচিত হয়। সুযোগসন্ধানীরা প্রথমে এমন ভাবে মিশবে, কথা বলবে, এমন কৌশলে যেন আপনি তাদের আস্থা ভরসার প্রতীক। আপনাকে ছাড়া অচল। কাঙ্ক্ষিত কাজ উদ্ধারের পর দুর্বিন দিয়ে খুঁজবে ত্রুটি। সময়-সুযোগে অনৈতিক স্বার্থ্যরে ব্যাঘাতে ওরা দলবেঁধে অপপ্রচার রটাবে। আজকের সমাজের এটাই চরম বাস্তবতা। পাশে থেকে ইন্দ্বন জোগাবে একসময়ের বিশ্বস্ততরা। জ্বলন্ত-জীবন্ত সত্য-সিদ্ধহস্ত বিষয় নিয়ে দুষ্টুচক্রের মারপ্যাঁচে মিথ্যার জুড়ি বহন করতে হয়। মিথ্যুকের সামাজিকতা সমসাময়িক সরগরম। দুষ্টুচক্র মিথ্যুকদের পরাস্ত করে সত্য প্রতিষ্ঠায় দীর্ঘ সময় ক্ষেপণ করতে হয়। মিথ্যার বুনন জাল, আগুনে পুরে হবে ‘ছাই’। কেটে যাবে অমাবশ্যার ঘোর অন্ধকার। মিথ্যুকের মুখে চুনকালি মেখে একদিন সত্য-সত্যি হিসাব দৃঢ়তার সাথে প্রচারিত হবে। এই দীর্ঘ পরিক্রমায় হারিয়ে যাবে কয়েক বসন্ত। হারিয়ে যাবে সোনার ময়না পাখি।

আমাদের জাতীয় জীবনেও আছে বেদনাবিধূর ইতিহাস। বিশ্ব ভূমণ্ডলে একটি মানচিত্র, একটি -লালসবুজ পতাকা উপহার দিয়ে মাত্র সাড়ে তিন বছরের মাথায় একান্ত বিশ্বস্ত বেঈমান ঘাতকের হাতে জীবন দিতে হলো জাতির পিতা বঙ্গবন্ধুকে। বিশ্বাসঘাতক পৈচাশিকদের নির্দয়ে গোটা বিশ্ব বিবেক হতবিহ্বল। এই দুঃসহ যন্ত্রণা বেদনাবিধূর স্মৃতি কোথায় রাখি। বল হে, বল হে, বিশ্ব মানবতার কাণ্ডারি।

বেঈমান অকৃতজ্ঞ সুযোগসন্ধানীরা জাতীয় প্রেক্ষাপটের ন্যায় ব্যক্তিগত জীবনকেও চূর্ণ-বিচূর্ণ করে দেয় অপরাধী দোসরদের ছায়ায়। অপকৌশলে ব্র্যাকেটবন্দি করে রাখে মায়া-মমতা। যার/যাদের জন্যে সবচেয়ে বেশি ত্যাগ-তিতিক্ষা করবেন, একটা সময় অবিশ্বাস্য মূল্যের মাশুল গুণতে হবে। এটা যেনো অবধারিত নিয়তি। সমাজের কুটিলতার সংশ্রবে বেদনার স্মৃতি খট্ খট্ করে পীড়া দিবে।

আদর-স্নেহ-মায়া-মমতাণ্ডভালোবাসার মানুষগুলো একান্ত আপনজন হয়। একান্তরাই ঈর্ষাণীত হয়ে অতীত ভুলে অনৈতিক স্বার্থের চোখ উপড়ে উঠায়। যেনো বিজলী চমকালো। আপনালয়ে মুক্ত মাটির স্বাদ চোষার উন্মোদ্দনায় ভুলে যায় অতীত গন্তব্যহীন জীবনের আশঙ্কা।

আপনালয় আর আপন রইলো না। মুহূর্তেই বজ্রপাতে নেতিয়ে পড়ে সোনালি স্বপ্নের চূড়া। এ ধরার সার্বজনীন ছায়া হয়ে যায় বিলীন! বটবৃক্ষটি উপড়ে গেল। শূন্য খাঁচায় আহাজারি। বেদনার অশ্রু কখনো নোনতা, কখনো রসগোল্লা। পুনঃজন্মে একরাশ স্বপ্ন নিয়ে, কাদা মাটি পুড়িয়ে বন্ধুর পথচলা এখন বুকে জমাট বাঁধা পাথরের পাহাড় চূড়া। সবিশেষ, অবগাহনে বয়ে চলছি একা নীল আকাশে, নীলকুণ্ঠী হয়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়