সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০

একটি পতাকা পাবো বলে
আনিস ফারদীন

একটি পতাকা পাবো বলে, একটি স্বাধীন ভূ-খণ্ড পাবো বলে

সাড়ে সাত কোটি বাঙালির আশা, মনের ভাষা এক হয়েছিলো।

এক হয়েছিলো সব স্বপ্ন,

একটি স্বাধীন ভূ-খণ্ডের স্বপ্ন;

যে স্বপ্ন লক্ষ কোটি জনতার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিলো।

যে আগুন দ্রোহের, চেতনার

বজ্র কঠিন স্ফুলিঙ্গের

দেশমাতৃকার মুক্তির চেতনা।

হাতে হাত, কাঁধে কাঁধ মিলেছিলো

মিলেছিলো মনের সাথে মনের,

মিলেছিলো প্রতিবাদের ভাষা

মিলেছিলো তীক্ষè এক দৃষ্টি।

লক্ষ প্রাণের তাজা রক্ত

ওই পতাকার লালে মিশে গিয়েছিলো অবলীলায়-

যে লাল আজও ওই রক্তের সাক্ষী, মুক্তির সাক্ষী; একটি দেশের সাক্ষী।

ওই তর্জনী নির্দেশ, নেতার ভালোবাসা, দেখানো পথ

পিতার সাথে সন্তানের আত্মিক সম্পর্ককে

মুক্তির ভাষায় এক করে দিয়েছিলো,

গানের ভাষা মনে বাসা বেঁধেছিলো-

ওই শাসকের মনে এনেছিলো ত্রাস, পেয়েছিলাম একটি পতাকা।

যে পতাকা হৃদয়ের ভাষা, চেতনার ভাষা

আজও বয়ে বেড়ায়, হৃদয়ের সাথে হৃদয় মেলায়

স্বপ্নচূড়ায় পতপত করে উড়ে;

জানান দেয় সগৌরবে সত্তার, বাঙালি সত্তার, জাতির পিতার স্বপ্নের ভূ-খণ্ডের।

যে পতাকা রক্তকণিকার লোহিত কণিকাকে আজও

নম্রতায় ধরে রাখে

মুক্তির মন্ত্রে এখনো নেশা ধরায়-

বিশ্বলোকে পরিচয় করিয়ে দেয় সেই মুক্তিকামী জাতিকে

যারা সংগ্রামকে জীবন করে তোলে,

জীবনই যাদের সংগ্রাম।

যারা প্রতিবাদের ভাষায় গান গায়,

যারা স্বপ্ন দেখে শোষণহীন এক পৃথিবীর;

যে স্বপ্ন একটি পতাকার,

একটি লাল-সবুজ সার্বভৌম ভূ-খণ্ডের,

যে পতাকা আমাদের সকলের!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়