বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০

বাংলার মুজিব
মোঃ আকাশ হোসেন

উৎসর্গ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাংলার আকাশ, বাংলার বাতাস

বাংলার তেপান্তরের বিস্তৃত চির সবুজ মাঠ,

তাঁর জন্য কেঁদে মরে,

বাংলার শত শত নদী

তাঁর জন্য হাহাকার করে।

তিনি বাংলার মানুষের করুণ আর্তনাদ ,

কিন্তু তিনি নেই আমাদের মাঝে

তিনি ছিলেন কুখ্যাত পশ্চিম পাকিস্তানের ত্রাস।

তিনি ৭ মার্চের অগ্নিঝরা কবি,

তিনি বাংলার মানুষের অশ্রুজলে চিরায়ত বহমান

তিনি জাতির জনক, তিনি জাতির পিতা-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি রাখাল রাজা, তিনি অপশক্তির কাছে হননি কখনো পরাজয়,

তাঁর জন্য পেয়েছি আমরা স্বাধীনতা, পেয়েছি বাংলার বিজয়।

তুমি বাংলার মুজিব, তুমি বাংলার সংগ্রামী-বিপ্লবী নেতা,

তোমার জন্য পেয়েছি ফাগুনের লাল-সবুজের উড়ন্ত-বিস্তৃত পতাকা।

তোমার নেতৃত্বেই পেয়েছি, আমার মায়ের হারানো সার্বভৌমত্ব,

তুমি বাংলার মুজিব, তোমার স্বপ্নেই অঙ্কিত হয়েছে বাংলার মানচিত্র।

হে বাংলার মুজিব, হে বাংলার চিরঞ্জীব,

হে বাংলার রাখাল রাজা, হে টুঙ্গিপাড়ার খোকা।

তুমি জেগে উঠো, তুমি জেগে উঠো

তরুণ-তারুণ্যের অগ্নিঝরা কণ্ঠে

যেভাবে তুমি জেগে উঠেছিলে,

৭ মার্চের রেসকোর্স ময়দানে।

তুমি বেঁচে থাকবে যুগ-যুগান্তর,

তুমি বেঁচে থাকবে শতাব্দী থেকে শতাব্দী,

তুমি বেঁচে থাকবে বাংলার অনন্তকালে।

হে বাংলার মুজিব, তুমি বারংবার জেগে উঠবে,

তুমি জেগে উঠবে, রবীন্দ্রনাথের গীতাঞ্জলিতে,

তুমি জেগে উঠবে, নজরুলের অগ্নিবীণার ছন্দে।

তুমি জেগে উঠবে, বাংলার আপামর জনতার কণ্ঠস্বরে,

তুমি জেগে উঠবে, সোনার বাংলার সবুজ-শ্যামল ভোরে।

হে বাংলার মুজিব, হে ফিদেল কাস্ত্রোর দুর্বার হিমালয়,

তোমার সংগ্রাম, তোমার চেতনা কোনো দিন হবে না ক্ষয়।

তুমি আমাদের বুকে গেঁথে থাকা স্বাপ্নিক প্রতীক্ষা

একদিন সেই প্রতীক্ষার অবসান হয়ে,

তুমি ক্লান্ত-শ্রান্ত ঘুম থেকে জেগে উঠবে।

জেগে উঠেই তর্জনী শ্বাশত কণ্ঠে বলবে

‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়