প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০
বঙ্গবন্ধু-
তোমার আবির্ভাব না হলে হতো না বাংলার সৃষ্টি
তুমি ভূমিষ্ঠ না হলে অক্ষুণ্ন হতো না বাংলার ইতিহাস কৃষ্টি।
বঙ্গবন্ধু মানে ৫২-এর ভাষা আন্দোলন,
বঙ্গবন্ধু মানে ৬৬-এর ৬ দফা আন্দোলন,
বঙ্গবন্ধু মানে ৭০-এর নির্বাচনে বাংলার নিরঙ্কুশ বিজয়,
বঙ্গবন্ধু মানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ,
বঙ্গবন্ধু মানে সাধীনতার সংগ্রাম-
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’
বঙ্গবন্ধু মানে ধর্মনিরপেক্ষতা,
বঙ্গবন্ধু মানে অসাম্প্রদায়িকতা,
বঙ্গবন্ধু মানে এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া
স্বাধীন বাংলাদেশ।
বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু।
ওরা বলে শেখের জন্ম একবার,
কবি বলে-
তোমার জন্ম ১৯২০-এর ১৭ মার্চ,
তোমার জন্ম ১৯৭২-এর ১০ জানুয়ারি,
তোমার জন্ম ১৯৮১-এর ১৭ মে,
তোমার জন্ম ১৯৯৬-এর ১২ জুন,
তোমার জন্ম ২০০৮-এর ২৯ ডিসেম্বর।
তোমার অস্তিত্বকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল
ওই ফেরাউনের দল
আমরা মুক্তিকামী, স্বাধীনতার পক্ষের সৈনিক দল
অমর করে রাখবো চিরকাল
যতদিন রবে বাংলা, বাংলার মানুষ,
পদ্মা, মেঘনা, যমুনা, সীতলক্ষ্মা, তিতাস বহমান,
রবে তুমি মহীয়ান।
তুমি বঙ্গবন্ধু, তুমি বাংলাদেশ।