প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০
সৌরভ সালেকীন
বেদনা কি নিখুঁতভাবে গোপন থাকে
লক্ষ্য করলে দেখা যাবে,
সুখের শেষ পঙ্ক্তিই তার প্রমাণ।
সে-ও এভাবে ভাবেনি
যেভাবে মানুষ মৃত্যু দেখে না।
হাসি শেষ হওয়ার পূর্বে যে জীবন ঝড়ে যায়,
তার প্রতি সর্বদাই নিবেদিত থাকে
অপ্রস্তুত অনুভূতি ও দুঃখ।
অথচ,
সে যা-কিছু ভেবেছিল তা ছিল অনুমান
আলোর নামে প্রকাশিত অন্ধকার প্রবাহ
তার ভূমিষ্ট শিশুর নিস্তব্ধতা পীড়ন ছিলো
তার দৈহিক বেদনার চেয়েও অধিক প্রদাহ।