সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০

বেদনাশ্রু
এম. আব্দুল আজিজ শিশির

আকাশের মনে কী এত কষ্টের পাহাড়

অশ্রুধারার এ কেমন অবিরত প্রহর?

অশ্রুধারা ঝরছে নিরবধি

তাই তো জেগে উঠল কবি

বুকের কষ্ট ভেসে উঠে কবিতায়

বুক ভিজে যায় অশ্রুধারায়।

সবার কষ্টের অশ্রু যদি ঝরে এমন করে

বন্যা কি আর না হয়ে পারে?

সুখের স্মৃতি নাই বুঝি আর এই শ্রাবণে?

তাহলে আর অশ্রুধারা থামবে কেমনে?

আকাশের কাছে জানতে চাই

কত কষ্ট তোমার বুকে করে আছে ঠাঁই?

উত্তরে সে জানায় আমারে

শ্রাবণের বারিধারা দেখে বুঝে নিও, ওরে।

মাপতে গেলাম অশ্রুধারা

হই যে আমি দিশেহারা

ভাবছি বুঝি আকাশ যাবে জিতে

এখন দেখি জয়ের পাল্লা কবির দিকেই ঝুঁকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়