প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০০:০০
নবীন মেহেদী
হেঁটে হেঁটে যাই আমি জ্যোৎস্নার কাছে,
তোমার জন্যে জেনো পুষে রাখি মন
তারাদের আলো আজ ভীষণ ছোঁয়াচে
একসাথে থাকি চলো আরও কিছুক্ষণ।
রোজ রোজ ভালোবাসা টান মেরে ওঠে
হাতে তুলে রাখি যেনো নিষিক্ত ফুল
কত কথা রাখা বাকি পৃথিবীর ঠোঁটে
সজ্ঞানে, সযত্নে করে ফেলি ভুল।
কাল যেনো ঝুপ করে বুড়ো হয়ে যাবো
আসমানী রং বুঝি দেখবো না আর
ভরপেটে ভালোবাসা আর কত খাবো
তোমার দু বুক জুড়ে শুনি হাহাকার।