প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
অন্যতম
অর্থ বহুর মধ্যে এক। যেমন অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু এখন প্রায়ই শব্দটি ব্যবহার হচ্ছে বিশিষ্ট অর্থে : তিনি একজন অন্যতম খেলোয়াড়। আবার একাধিক জন বা বস্তুর পর লেখা হচ্ছে অন্যতম : সভায় উপস্থিত সুধীর মধ্যে ক ও খ ছিলেন অন্যতম কিংবা মেলায় আজ যেসব বই এসেছে, তার মধ্যে ক, খ ও গ অন্যতম। আরেকটি উদাহরণ : এই ম্যাচ জয় দলের একটি অন্যতম সাফল্য। এমন প্রয়োগ অশুদ্ধ।
সূত্র : আমার অভিধান, আনিসুজ্জামান।
প্রথমা প্রকাশন।