প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০০:০০
কাজী আব্দুল্লা হিল আল কাফী
হঠাৎ করে যেন রেগে গেল
সুধীর নদীর মন,
চোখের জলে বুক ভাসায়
শুধু সারাক্ষণ।
সুধীর নদীর পাষাণ হৃদয়
ভাঙে ঘর-বাড়ি,
দুঃখ-কষ্ট বুঝলি না আজ
তোমার সাথে আঁড়ি।
নদীর পাড়েই ছিল আমার ছোট্ট বাড়ি-ঘর,
সবকিছু ভেঙে নিয়ে আজ করলি যাযাবর।
চারিদিকে ভয়ভীতি আর শুধু হাহাকার,
বিপদে পড়ে সবাই আমরা কে যেন কার।
সারাদিনে একমুঠো ভাত যায় না কারো মুখে,
হায়রে নদীর পাষাণ হৃদয়
কে বা থাকে সুখে।