প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০০:০০
তবুও কি ফেরা যায়?
হৃদয়ে রক্তক্ষরণ অদৃশ্য হয়ে থাকে
আদরে অনাদরে নিথর মন পড়ে হয়
রোজ ভালবাসার তীব্র অনুভূতিরা যুদ্ধ করে
হিংস্র মানব রোজই পথ পাল্টায়
মানুষ আমি
রক্ত, মজ্জায়, হৃদয়ে তুমি মিশে গেছো
তাই তো অন্য পথে ফেরা দায়।
তবুও কি ভুলে থাকা যায়?
ভুলে যাওয়ার অসাধ্য সাধন কতো জনম করলাম
তবু তুমি সবটুকুতে মিশেই আছো
যত দূর যাই তোমার মুখখানা দেখি
প্রতিনিয়ত নিঃশ্বাস ভারী হয়ে আসে
আজকাল ঘুমেও দম বন্ধ হয়ে যায়
মানুষ আমি
রোবট তো নই
দুঃখ পাবো এটাই তো নিয়ম।
পৃথিবীর কাছে আত্মসর্মপণ করলাম
দুঃখে জীবন কাটলেও অভিবাদন জানাবো
মানুষ আমি
দুঃখ পাবো- এটাই তো স্বাভাবিক।