সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০০:০০

নির্জন দিন
আকাশ হোসেন

আজ আকাশটা সুনসান

কোথাও জনমানব নেই।

আকাশে কালো মেঘ

তবুও কোথাও বৃষ্টি নেই।

সূর্যের স্নিগ্ধ রৌদ্র

চিরচেনা সবুজ মাঠ,

গোলাপের গোলাপী রঙ

নদীর বয়ে যাওয়া শঠতা,

কিংবা, আতর, কস্তুরির সুগন্ধ

টগবগে দিনটাকে নির্জন করে দিয়েছে।

নির্জন দিনে শূন্যে উড়ছে পাহাড়

ওই পাহাড়-ঘেঁষা ঝর্ণাধারা দিয়ে

বয়ে যাচ্ছে সাগরের স্রোতে

সবকিছুই আগের ন্যায় হচ্ছে।

কিন্তু শব্দের কোনো ঝঙ্কার নেই

শব্দের কপটতাকে ভেঙ্গে-

আজকের দিনটা নির্জন হয়ে পড়েছে।

এই নির্জন দিনটা মানছে না কারো যাতনা,

কেনো জানি! তার অনীহা

আমাকে ডাকছে বিরতিহীন।

আমার কানে আসছে না সেই ডাক

আমি নির্জনতায় মগ্ন হয়ে পড়েছি।

এই নির্জন দিনটা আমাকে বেঁধে দিয়েছে,

কোনো এক মায়াবী শেকলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়