বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০০:০০

আধা গোয়েন্দা
আকিব শিকদার

আমি তখন গোয়েন্দা গল্প পড়তে পড়তে আর টিভিতে গোয়েন্দা সিরিজ দেখতে দেখতে নিজেকে আধা গোয়েন্দা ভাবা শুরু করেছি। কোথাও কোন ক্লু পেলেই চারপাশের মানুষদের দিকে সন্দেহের চোখে তাকাই। সামান্য দড়ির মাথা দেখলে সেটাকে বাঘের লেজ ভেবে টেনে টেনে পুরো বাঘ বের করে আনার চেষ্টা করি। ভাবটা এমন যেন রাস্তায় পড়ে থাকা পোড়া ম্যাচের কাঠি থেকেই আবিষ্কার করে বসবো মিশরের পিরামিড রহস্য বা গোয়ান্তানামা কারাগারের প্রবেশমুখ।

তো একদিন নানার বাড়িতে বেড়াতে গিয়ে পাশের বাড়ির গোলাপ মামাদের বাসায় গেলাম। গোলাপ মামা তখন পড়ছিলেন। অনার্স সেকেন্ড ইয়ার। সামনেই ফাইনাল পরীক্ষা।

মামার পাশে বসে দু-একটা কুশল বিনিময়ের পর চোখে মুখে সন্দেহের ছাপ নিয়ে জিজ্ঞেস করলামণ্ডমামা রোজীর সাথে আপনার কত দিনের সম্পর্ক?

মামা হঠাৎ থমকে যাওয়ার মত মুখ কাচুমাচু করে হালকা হেসে উলটো আমাকেই প্রশ্ন করলেন-কার কাছে শুনেছিস রোজীর কথা?

আমি বললাম-তা পরে বলব, আগে বলুন রোজীর সাথে আপনার কত দিনের সম্পর্ক?

মামা এবার বলা শুরু করলো-মেয়েটার সাথে আমার ফেইসবুকে পরিচয়। প্রথমে বন্ধুত্বের মতো ছিল সম্পর্কটা। পরে ধীরে ধীরে গভীর হলো। এখন ওকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। জানিস, কিছুদিন আগে আমাদের বাসার সবাই দুদিনের জন্য ছোট খালার বিয়েতে এটেন্ড করতে গিয়েছিল। তখন রোজী এসে আমার জন্য দুপুর আর রাতের খাবার রান্না করে রেখে গেছে। ওর হাতের রান্না যে কি মজার!

আমি বললাম-আর কী কী মজার মামা?

মামা এবার ধমকে উঠলেন-চুপ থাক, ফাজিল কোথাকার...!

আমি বললাম-বাড়ির অন্যরা কি জানে রোজী মামীর বিষয়টা?

মামা বললেন-তা কি এখনই বলার বিষয়! আগে পড়াশোনা শেষ করি, চাকরি পাই, তারপর সবাইকে জানাবো। ঢাক-ঢোল পিটিয়ে বিয়ে করবো। বরযাত্রীর গাড়িতে তোকেও রাখবো পাশে। এবার বল রোজীর সম্পর্কে কার কাছ থেকে জানতে পারলি?

আমি বললাম-আপনার রুমে ঢোকার সময় দরজার উপর চৌকাঠে দেখলাম পেন্সিল দিয়ে ইংরেজিতে ছোট করে লিখে রেখেছেন রোজী। আর-ও-এস-ই।

মামা বললেন-ধুত্তরি ছাই... ওটা তো রৌজ। আর-ও-এস-ই, রৌজ। মানে গোলাপ। মানে আমার নাম।

আমি বললাম-যাক, এখন তো আমি রোজী মামির কথাও জেনে গেছি। চাইলে যখন তখন, যাকে তাকে বলতে পারবো। সার্থক আমার গোয়েন্দাগিরি।

মামা রাগের সুরে বললেন- সাবধান! কাউকে যদি বলিস!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়