সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০

স্বপ্নের পাঠক ফোরাম
রোটাঃ জাহাঙ্গীর আলম হৃদয়

আমি লিখেছি বহু গল্প কবিতা।

কোথায় ছাপা হবে খুঁজে পাচ্ছিলাম না

হঠাৎ করেই মেহের ডিগ্রি কলেজের সাবেক

অধ্যক্ষ এমএ আউয়াল মজুমদার স্যার বলেন

তুমি লিখতে পারো চাঁদপুর জেলার প্রিয় কণ্ঠে

রয়েছে পাঠক ফোরাম নামে বিভাগ

তাতেই প্রকাশিত হয় গল্প, কবিতা, প্রবন্ধ

স্যারের কথা শুনেই লেখা পাঠানো শুরু করে দিলাম

একের পর এক প্রকাশিত হয়েছে বহু গল্প-কবিতা

তাতে বেড়েছে আমার লেখার উৎসাহ

পাঠক ফোরামের প্রতি গভীর ভালোবাসা।

পাঠক আজ আমি খুবই আনন্দিত। চাঁদপুর জেলার প্রথম এবং সর্বাধিক প্রচারিত পত্রিকা দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার নিয়মিত সাপ্তাহিক আয়োজন ‘পাঠক ফোরাম’-এর ১০০০তম সংখ্যার শুভক্ষণ। এই পত্রিকার নিয়মিত একজন লেখক নই শুধু, এই পত্রিকার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য প্রতিনিধি। পত্রিকার পাঠক ফোরামের বিভাগীয় সম্পাদক লেখক, কবি, প্রাবন্ধিক মুহাম্মদ ফরিদ হাসানের আন্তরিক উৎসাহের কারণে জেলার প্রতিটি উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা লেখার সুযোগ পেয়েছেন। লিখে যাচ্ছেন দেশ-বিদে শের অনেক লেখক-কবি। তারা বিভিন্ন বিষয়ে লিখে যাচ্ছেন, তুলে ধরছেন ভালো লাগা, জানা-অজানা অনেক গল্প। চাঁদপুর কণ্ঠ পত্রিকার সাপ্তাহিক পাঠক ফোরাম আজ দেশের বিভিন্ন জেলা, উপজেলা পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী নিয়ে প্রবাসীদের ভাবনা নিয়ে ধারাবাহিক লেখা প্রকাশিত হয়েছে। পরে দেশকে প্রবাসীদের ভাবনাগুলো একত্রিত করে সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে প্রবাসী ভাবনা বইটি। যা দেশ-বিদেশের পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সেটি সম্ভব হয়েছে দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত ভাইয়ের কারণে। অপরদিকে এই পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডঃ ইকবাল-বিন-বাশার ভাই আন্তরিক একজন মানুষ। তিনি পত্রিকার জন্মদাতা হয়েও সংবাদ বা বিভাগীয় কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেন না। এতে করে স্বাধীনভাবে সবাই কাজ করে যাচ্ছেন। বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ ভাই, ম্যানেজার সেলিম রেজা ভাই, সোহাঈদ খান জিয়া ভাই, মিজানুর রহমান ভাই, অ্যাডঃ ইয়াসিন ইকরাম, গোলাম মোস্তফা ভাই, আইটি বিভাগ এবং অনলাইনে আছেন উজ্জ্বল হোসাইন ভাই ও আলআমিন হোসাইন ভাইসহ সকলের আন্তরিক সহযোগিতায় সম্মানের সাথে এগিয়ে যাচ্ছে দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকা।

স্মৃতিময় পাঠক ফোরাম দেশের গণ্ডি পেরিয়ে আমি একজন প্রবাসী সংবাদকর্মী এবং লেখক হিসাবে ২০১৬ দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার পাঠক ফোরাম বিভাগীয় পাতায় একটি লেখা ছাপা হয়েছিলো, তা দেখে শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজের শ্রদ্ধেয় শিক্ষক কবিরুল ইসলাম মজুমদার স্যার (প্রয়াত) আমায় কল দিয়ে বললেন, হৃদয় তোমার একটি লেখা পড়েছি, দারুণ লিখেছো, দূর প্রবাসে বসে শত ব্যস্ততার মধ্যেও লেখালেখি চালিয়ে যাচ্ছো এটি সকলের দ্বারা সম্ভব নয়।

স্যারের কল পেয়ে নিজের কাছে অনেক ভালো লেগেছে। স্যারের উৎসাহ পেয়ে অনবরত লিখে যাচ্ছি। ইতোমধ্যে আমার লেখা ৫টি বই প্রকাশিত হয়েছে। আজ স্যার নেই সত্যিই খারাপ লাগছে। দোয়া করি মহান আল্লাহ স্যারকে জান্নাতবাসী করুন, আমিন।

স্যারের স্ত্রী শাহরাস্তি সরকারি বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাজিয়া বেগম, যিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার পুরস্কার পেয়েছেন। আজও আপা আমার এবং আমার পরিবারের খোঁজ নেন। দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকায় আমার কোনো লেখা প্রকাশিত হলেই একটা মেসেজ দিয়ে বলেন হৃদয় আজ তোমার লেখা পড়েছি। স্যারের মৃত্যুর পরে আপা বড্ড একা হয়ে গেছেন এক ছেলে, এক মেয়ে কাটছে জীবন। কিছু দিন আগে আমাদের দেখতে চলে এলেন। সত্যিই আমি কৃতজ্ঞ এই মানুষগুলোর কাছে। স্মৃতির বেড়াজালে জড়িয়ে আছে সব কিছু।

শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান স্যার, সূচিপাড়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক আবুল কালাম স্যার, মানবজমিনের উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, ডাঃ মফিজুর রহমান মজুমদার ভাইয়ের মতো লোকদের আন্তরিক উৎসাহ আছে বলেই আজও লিখে যাচ্ছি। এছাড়াও বহু শুভাকাক্সক্ষী আছেন যাদের নাম লিখে শেষ করা যাবে না। প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

পাঠক ফোরাম ১০০০ সংখ্যা নয়, শতহাজার সংখ্যা পেরিয়ে যাবে, দিন দিন বাড়বে পাঠকের আস্থা সেই প্রত্যাশা করছি স্বপ্নের পাঠক ফোরাম বিভাগের কাছে। জয় হোক অবিরাম, নিরন্তর শুভ কামনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়