প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০
আগুন আবিষ্কার করে
আদিম যুগের মানুষ
আগুন আবিষ্কারের পর
তা প্রয়োজনীয় হয়
আগুন কোথাও লেগে গেলে
বাঁচাটাই যুদ্ধ
নদীর স্রোতে ভেঙ্গে যায়
আগুনে সব পুড়ে ছাই।
আগুন যেমনিভাবে
মানুষের উপকার করে
তেমনিভাবে মানুষের জন্যে ধ্বংসাত্মক
আগুনে পুড়লে
কিছুই পাওয়া যায় না
যখন জ্বালাময় জ্বলতে থাকে
উপায় নেই।
আগুন জ্বলে উঠলে
সব ছাড়কার করে দেয়
হঠাৎ যখন জ্বলতে থাকে
আগুনের লেলিয়ান শিখা
দগ্ধ হয়ে অনেক মানুষের
জীবন চলে যায়
অনেক অর্থ-সম্পদ
পুরে ছাই হয়ে যায়।
সদ্য ঢাকার বঙ্গবাজার ও ঢাকা নিউ রাজধানী মার্কেটে আগুনে পুড়ে ছাই
ব্যবসায়ীগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, ব্যবসায়ীগণ যেনো মানষিক শক্তি পায়, সেই কামনা করছি...।