প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০
কাজী আব্দুল্লা হিল আল কাফী
সকালবেলা ঘুম থেকে উঠে
সাজবে নতুন সাজে,
নামাজ আদায় শেষে বাড়ি
ফিরেই ব্যস্ত কাজে।
সাধ্যের মধ্যেই হালাল পশু
কিনে করে কোরবানি,
খোদার হুকুম পালন করে
কুরআনের যে বাণী।
কোরবানি করে মাংসগুলো
ভাগে করে বিভক্ত,
সবার মাঝেই বিলিয়ে দেয়
নেই যেন মন শক্ত।
সবার মাঝে ছড়িয়ে পড়ুক
কোরবানির আনন্দ,
হাসি-খুশির যেন সীমা নাই
নেই যে দ্বিধা-দ্বন্দ্ব।