প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০
সৌরভ সালেকীন
পেছন থেকে প্রতিধ্বনি শোনা যায়।
এর কোনো মানে নেই,
কোনো অর্থ নেই।
প্রতিটা বাক্য, অপ্রস্তুত শব্দগুচ্ছ
এলোমেলো আমার প্রতি।
অবহেলায় তাড়িয়ে দিচ্ছি যা, তার
মূল্য সবখানেই চওড়া!
অথচ তুমি জানো না,
তোমায় হাতছানি পাওয়া সম্ভাব্য পথ
বাদ দিয়ে- আমি ভুল পথে প্রহর গুনি
অবিরাম।
এ প্রহর অপেক্ষার নয় স্বস্তির,
দীর্ঘস্থায়ী সান্তনার...