বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০০:০০

সবচে’ বেশি মনে পড়ে যে কথা
মোঃ রোকনুজ্জামান রোকন

সকল প্রশংসা আল্লাহতা’লার জন্যে, যিনি আমাকে দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকায় কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। যার মাধ্যমে আমি চাঁদপুর কন্ঠে সাংবাদিকতা করতে গিয়েছিলাম, তিনি হলেন বিশিষ্ট সাংবাদিক মির্জা জাকির। মির্জা জাকির ভাই আমাকে কাজী শাহাদাত ভাইয়ের কাছে নিয়ে গেলেন এবং আমি সাংবাদিকতার অনেকটাই শিখেছি প্রধান সম্পাদক কাজী শাহাদাত সাহেবের কাছ থেকে। আসলে তিনি সহ সকল সাংবাদিক আমাকে তখন খুব পছন্দ করতেন। হঠাৎ যখন কাজী শাহাদাত সাহেব আমাকে খুব ভালোবাসতেন, এই পত্রিকার অনেকে তখন আমাকে ভালো জানতেন না। কারণ, আমি সাংবাদিক হিসেবে এবং ফটো সাংবাদিক হিসেবে তখনকার সময় একটা গ্রহণযোগ্যতা অর্জন করেছিলাম আল্লাহ পাকের বিশেষ রহমতের বদৌলতে। কাজী শাহাদাত সাহেব আমাকে সবসময় ভালো কাজে সহযোগিতা করেছেন। তিনি যে কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে অথবা কোথাও গেলে আমাকে ডেকে নিয়ে যেতেন। তখন আমার মোটরসাইকেল ছিল। ওই সময় অনেকেরই সেটি ছিল না এবং আমি আল্লাহর রহমতে খুব ভালো মোটরসাইকেল চালাতে পারতাম। এজন্যে তিনি আমার মোটরসাইকেলের পেছনে বেশি চড়তেন এবং তাঁর কারণে প্রশাসন হতে শুরু করে বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে। চাঁদপুর কণ্ঠ দৈনিকে রূপান্তরের পেছনে আমার অনেক শ্রম ছিল। কাজী শাহাদাত সাহেব আমাকে এবং গিয়াস উদ্দিন মিলন ভাইকে ঢাকায় সব কাজে পাঠাতেন।

সবচে’ যে কথা বেশি মনে পড়ে, আমি যখন অ্যাপেন্ডিসাইটিজ অপারেশন নিয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছি, তখন চাঁদপুর কণ্ঠের প্রথম পাতায় লিখা হয়েছিল, সকলের প্রিয় সাংবাদিক রোকনুজ্জামান রোকন এখন হাসপাতালে।। সকলের দোয়া কামনা।

আমি দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার সকলের কাছে কৃতজ্ঞ। আল্লাহ পাক চাঁদপুর কণ্ঠকে ২৯ বছর পূর্তি নয়, শত বছরপূর্তি পালনের সক্ষমতা দান করুক এ আশা ব্যক্ত করছি। সবশেষে আমাদের অনেকেরই সাংবাদিকতার গুরু বলি যাকে সেই কাজী শাহাদাত কে, আল্লাহ পাক নেক হায়াত দান করুক সে দোয়া করছি। আমিন।

উল্লেখ্য, আমি দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং চীফ ফটোগ্রাফার হিসাবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আল্লাহপাক আমাকে স্থানীয় দৈনিক চাঁদপুরজমিন এবং জাতীয় দৈনিক অনুপমার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। এটা সম্ভব হয়েছে চাঁদপুর কণ্ঠে কাজ করার অভিজ্ঞতার কারণে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়