সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০

বাবা মানে
মোহাম্মদ শামছুল আলম সূর্য

বাবা মানে পৃথিবী জোড়া হাসি

বাবা মানে সুখ রাশি-রাশি।

বাবা মানে নির্ভরতার প্রতিক

বাবা মানে সব সিদ্ধান্তই সঠিক।

বাবা মানে পাহাড়সম সৎ

বাবা মানে সাগরময় মহৎ।

বাবা মানে ভবিষ্যৎ সাফল্যের শেকড়

বাবা মানে উন্নত জীবন গঠনের ডেকর।

বাবা মানে ভালোবাসার আকাশ

বাবা মানে কলিজা শীতল বাতাস।

বাবা মানে চিন্তাহীন পথ চলা

বাবা মানে স্বপ্নের কথা বলা।

বাবা মানে উন্নত বাহুবল

বাবা মানে শান্তির ছাঁয়াতল।

বাবা মানে সুখ সাগরে ভাসা

বাবা মানে হৃদয় ভরা হাসা।

বাবা মানে বটবৃক্ষের ছায়া

বাবা মানে সীমাহীন মায়া।

বাবা মানে সামনে এগিয়ে যাওয়া

বাবা মানে সফলতা খুঁজে পাওয়া।

বাবা মানে উন্নত শির

বাবা মানে নিরাপত্তার নীড়।

বাবা মানে ধরণীটা চেনা

বাবা মানে জাগতিক সব জানা।

বাবা মানে সুখ আনন্দ কেনা

বাবা মানে শোধহীন দেনা।

বাবা মানে জীবন্ত যোদ্ধা সাহসী শির

বাবা মানে হার না-মানা অদম্য কর্মবীর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়