প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০
সে রোদের মতোই হাসতো
আর প্রকৃতির মতো রঙ ছড়াতো
আমার জীবনে।
তারপর আস্তে আস্তে ঘন কালো মেঘ হয়ে গেলো
বহুদিন সেভাবেই থাকলো।
মাঝেমধ্যে বৃষ্টি ও হয়
আমার আকাশ পরিষ্কার হয়
আবার মেঘ হয়েই থেকে যায়
তারপর আর রোদ হয়নি কখনো।
হয়তো আবার বৃষ্টি হয়ে কখনো এসে আমার আকাশ পরিষ্কার কররে দিবে
আবার রোদের মতো হাসবে
তখন শরতের গোধুলির মতো রঙিন হবে আমার জীবন।
আমাকে এক আকাশ আক্ষেপ আর অপেক্ষা দিয়ে চলে গেলো।
তবুও জীবন সুন্দর।
সে ভালোবেসে গুছিয়ে দিয়ে গেছে
আমার প্রতিটি ছবিতেই সে আছে।
আমি প্রকৃতির ছবি তুলি।
যা চিরন্তন।
আর সে ই আমার প্রকৃতি
সে ই চিরন্তন।