সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০

স্বস্তির শ্বাস
সনিয়া তারা

ধূলিময় শহরে আজ দাবদাহের পোড়া গন্ধ,

গ্রামীণ সমাজ কুসংস্কারে

হয়ে আছে অন্ধ।

লোকালয় ছেড়ে বহুদূরে,

বনে-বাদাড়ে, ঘন-জঙ্গলে

আজও খুঁজে পাই লাশ,

কবিদের মনে এখনো

তাই দুঃখ একরাশ।

আলোক ধাঁধা বেড়াজাল হতে, ব্যস্ত শহরের ছোটাছুটি হতে, গ্রামীণ কল্পকাহিনি হতে,

ঘন জঙ্গলের মধ্যকার পচা লাশের দুর্গন্ধ হতে,

কবিরা আজ মুক্ত হতে চায়,

শত ব্যস্ততার মাঝে

কবিরা আজ নিতে চায়

একটু স্বস্তির শ্বাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়