প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০
দিগন্তে ঝরোঝরো বৃষ্টির জলকণা
আকাশের চোখ ফেটে ঝরে অবিরাম
ইলেকট্রিকের ব্যাপ্তদুরন্তর তারে ভেজা কাক
সারি সারি ঘর বাড়ি জব্দ, বন্দি মাঠঘাট
বাতায়নে একজন বসে- দীঘল চুল ভিজে জমাট।
মেঘের স্তম্ভ যেন দাম্ভিক মোষের পাল
বারংবার করে খেলা বিদ্যুল্লতা স্বরব
শহরের চৌদিকে বইছে ধরণীর দীর্ঘশ্বাস
বর্ষামুখর সঙ্গীত সাঙ্গ ক্যাসেট প্লেয়ারে
বাতায়নে একজন বসে- বিশুষ্ক একা ঘরে।
কেউ কি দাঁড়ালো দ্বারে ধূসর বর্ষাতি গায়ে
ভেজা পথ হেঁটে কালো চোখে তাকালো পথিক
হৃদয়ে যক্ষের নিবেদন, কবেকার হাহাকার
বৃষ্টির অগণিত নখ, গাঢ় অন্ধকার দিন
বাতায়নে একজন বসে- অপার উদাসীন।
এমন দ্বিপ্রহরে কোথাও যাবার নেই সাধ
ব্যাঙের কোরাস বাজে বেহালার সুর সম
অন্ধকার নেমে আসে আরও ঘোরতর হয়ে
যূথীর বিধুর গন্ধ বাতাসকে ভারী করে
বাতায়নে একজন বসে- দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে।