প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০
কাজী আব্দুল্লা হিল আল কাফী
সকাল বেলার আভা তুমি
মুছে ফেলেছ রাত,
আঁধার কেটে কিরণ ভরা
আসে সু প্রভাত।
রোজ ভোরে পাখিরা সব
করে যে কলরব,
মোরগের ডাকে জাগে যে
মানুষ প্রাণী সব।
দিনের শেষে বিকেলবেলা
ডুবে যায় যে রবি,
বসে বসে ভাবনার মাঝেই
কবিতা লিখে কবি।