প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০
কনক কুমার প্রামানিক
দিনরাত্রি খেটেই মরি
যেন কলুর বলদ,
মূল্যহীন তবু সে কাজ
সবাই ধরে গলদ।
নিরলস খেটেই চলি
পাই না কাজের দাম,
জীবন বাজী রাখি তবু
নেইকো কাজের নাম।
বৃথা জীবন মূল্যহীন
গাঁধার মতো খেটে,
ব্যথাভরা জীবনটাতে
সুখের হাসি না ফোটে।