প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০
অতঃপর,
সভ্যতার বুকে রক্তবমি করে করে
বিলীন হয়ে গেলাম- অসভ্যতায়!
আমার স্বপ্নেরা আমাতে আতঙ্কী হয়ে,
সান্তাবনী ছেড়ে মিলিয়ে গেছে অসীমে-
আমি বুঝেছি সেখানেই তাদের বসবাস।
...
আমাদের স্বপ্ন হবে শুধু,
নিসুত অন্ধকার নীড়ের প্রতীক্ষা।
আজ বড় ইচ্ছা হয়,
উদগ্র বাসনা হয়,
সভ্যতাকে খুন করি!
চিৎকার করে বলতে ইচ্ছে করে,
“আমি তোকে খুন করবো!
প্রাণভরে দেখবো তোর বর্ণহীন খুন!”
কিন্তু হায়,
আমি খুব সামান্য- খুব-খুব সামান্য,
একটা পতঙ্গের চেয়ে বেশি কিছু নয়;
এত শক্তি আমার নেই,
আমাদের মতো মানুষদের থাকে না;
- থাকতে নেই।
তাই আমরা কেবল প্রলাপ বকি-
হুররর...হট্হট্...।