প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০
সাহেদ বিন তাহের
তোমাদের মতো একজন মানুষ
বেলুন কিংবা রাবার নই,
যে যেমন ইচ্ছে,
তেমনভাবে ব্যবহার করতে পারবে
নিজেদের চাহিদা মতো ছোট বড় করে সাজানো যাবে।
তবুও কেউ কেউ নিজেদের খেয়াল খুশি মতো চালিয়ে নিতে চায়।
নিজেদের চাওয়া পাওয়ার হিসাব অন্যের উপর কসতে চায়।
আসলে তারা বুঝতে চায় না
মানুষ হিসেবে সবারই একটা আলাদা সত্তা আছে
স্বতন্ত্র কিছু চিন্তা চেতনা আছে
নিজের ইচ্ছে মতো চলার অধিকার আছে।