সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০

বিষণ্ন মন
মাহমুদ হাসান সজীব

নিঝুম রাত

রাতের তারা গুণে চলেছি

দূরে কুকুরগুলো ডেকেই চলেছে

কী বিষণ্ন সুর। হাহাকারে মন ছেয়ে যায়।

জ্যোৎস্নার নীল আলোয়

ভেসেছে আজ পৃথিবী চাঁদের বাঁধভাঙা হাসি যেন।

ছুঁয়েছে ঐ দিগন্তের সীমানায়। মন বিষণ্ন হয়,

মেঘ যখন তাকে আড়ালে করে যায়।

তবুও নিশ্চুপ তাকিয়ে থাকি পেঁচার ডাকে চমকে উঠি।

হিসেব মেলাই পাওয়া, না-পাওয়ার।

হারানোর, পেয়ে হারানোর... বেলা বাড়ে মেঘে মেঘে

চাঁদের লুকোচুরিতে

নিজেকে খোঁজে না পাই, কিংবা পেয়ে হারাই।

না পাওয়া জুড়ে তোমায় খুঁজি।

অস্তিত্ব আমার লীন হয়েছে

অনেক আগেই, তোমার স্মৃতিতে।

সম্পর্ক রাখিনি

সংযোগ হারানোর ভয়ে।

তবু জেনে রেখো

তোমার শত কাজের ব্যস্ততায়

আমিই যাবো রয়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়