বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০

নদী ও নারী
ইয়াছিন দেওয়ান

নদী ও নারী কাছাকাছি।

দুটোই প্রবহমান।

কেউ বাতাসে ঢুলে,

কেউ কথায় ঢুলে।

নদী সুযোগ পেলে প্রস্থান করে,

নারীও বিলম্ব করে না।

গভীর নদী শান্ত থাকে।

প্রবহমানে নিঃশব্দ।

গুণবতি নারীও শান্ত।

আচরণে, চলায় খুব স্বাভাবিক।

অন্যদিকে কম পানির নদী

বহে যাওয়ার শব্দ বেশি।

অকর্মের নারীর ঢেঁকির মতো

শব্দ বেশি।

তবুও দিনশেষে পুরুষের প্রশান্তি,

নদী ও নারীর কাছে।

একাকী জীবনে নদী দুনিয়ার স্বর্গ।

প্রশান্তির শেষ আশ্রয়।

পারিবারিক জীবনে নারী রত্ন।

শেষ সম্ভল।

তাই নারীকে বুঝতে,

আপন করে পেতে

নদীর কাছে মাঝে মধ্যে যেতে হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়