সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০

আনিস ফারদীনের কবিতা
অনলাইন ডেস্ক

বিষণ্ন দৃষ্টি

মজ্জা মগজে আজ ভীষণ ক্লান্তি

যাতনায় স্তব্ধ ইতিহাস;

বিশুদ্ধতার নিক্তিতে শূন্য ঠেকে সব

বিবেকের যেন হাঁসফাঁস।

চোখে ভাসে সব, কানে বাজে কথা

বিষণ্ন দৃষ্টিতে তাকিয়ে চোখ;

শত কথা বুকে জমা হয় ক্রমশ তবু

বোবা সাজে পরিচিত এ মুখ।

অন্ধকারে বন্দী মন, ক্ষয়ে ক্ষয়ে যায়

দীর্ঘ প্রাচীরে আটকে শ্বাস;

রোদ্দুরে মিথ্যে ছায়া জমা হয় কত শত

স্বপ্ন হয়ে উঠে তুরুপের তাস

বিরহের অনুলিপি

বেঁচে থাকার আদলে নিদারুণ অভিনয়

মজ্জা মগজে হানা দেয় বিচ্ছিরি ঘুণপোকা-

ভাবনার আস্তরণে প্রগাঢ় অস্থিরতা

এ মহাকালের কালো গহ্বরে স্তিমিত যাত্রা।

আলো মূক হয় বেদনার গাঢ় নীলে

চারদিক ঠেকে নিস্তব্ধ ভীষণ কালোয়-

বালুচরের মতো জীবন তলিয়ে যায় জলে

সবই বিষণ্ন বিরহের অনুলিপির মতো।

অবিকল প্রতিলিপি যেন বিষণ্ন জীবনের

মহাশূন্যের রাশি রাশি নীহারিকার অপনোদন-

অমানিশার তীব্রতায় জীবন অন্ধকার সমুদ্র

জীবনের পাড় ভেঙ্গে দেয় অর্নি, অবিরত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়