সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০

ভয় করে গো ভয় করে
আকিব শিকদার

পথে আমার পা বাড়াতে ভয় করে গো ভয় করে-

পিঁপড়ে যদি হঠাৎ করে-

অসতর্ক পায়ের তলায় চাপা পড়ে

প্রভু, আমার ভয় করে গো ভয় করে।

পিঁপড়ে যতো তোমায় স্মরে ভক্তি ভরে

আমি ততো পারি না তো- ভয় করে তাই ভয় করে

মনের ভুলে মেরে ফেলি তোমার কোন প্রণয়ীরে

প্রভু, আমার ভয় করে গো ভয় করে।

ঘরে আমার দীপ জ্বালাতে ভয় করে গো ভয় করে

ফড়িং যদি হঠাৎ মরে-

প্রজ্বলিত আলোক শিখায় ঝাঁপিয়ে পড়ে

প্রভু, আমার ভয় করে গো ভয় করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়