প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০
যখন কেউ মুখোশ পরে
যখন কেউ মুখোশ পরে
সত্য তখন নীরব
অথবা মিথ্যেরা জেগে উঠে বীর দর্পে
মিথ্যেরা যে সরব।
মুখোশের আড়ালে
অভিনয়ের ছলনায়,
অথবা মিথ্যের জালে আবদ্ধ সত্য
সত্য লুকায় মিথ্যের ছলনায়।
যখন কেউ মুখোশ পরে
বোঝা বড় দায়,
সত্যরা যে চির সত্য জেগে উঠবে একদিন
মিথ্যেরা তখন নাই।
আশার ভেলা
আমার আশার ভেলা
নয়তো হেলাখেলা;
আমি স্বপ্নগুলোকে জড়ো করি,
অনুক্ষণ আমি ভেলা ভাসিয়ে চলি
সমুদ্রের মোহনা আমায় ইশারা করে
আমার স্বপ্ন উজ্জ্বল আমি দেখি।
আমার আশার ভেলা, আমার স্বপ্ন;
স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণা আমি চাই না,
চাই না কোনো লগ্ন।
আশার ভেলা ভেসে চলুক সকল আশাবাদীর
যতই যাতনা জড়াক হোক এক নতুন প্রহর
একদিন ছুঁয়ে নেবে সবে সমুদ্রের সেই সুনীল প্রান্তর।