প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০
আমার ইচ্ছে করে পূর্ণিমার
কোনো রাতে তোমার পাশে-
সাগর পাড়ে দুপা ছড়িয়ে বসতে
আর তুমি বলো
সে তোমার ইচ্ছে।
ইচ্ছে করে গোধূলী বেলায়
তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে
গোধূলীকে বিদায় জানাতে
আর তুমি বলো
সে তোমার ইচ্ছে।
ইচ্ছে করে তোমার সাথে
পাহাড়ের চূড়ায় ঝর্ণার পাশে বসে
দূরের সমুদ্রটাকে দেখতে
আর তুমি বলো
সে তোমার ইচ্ছে।
ইচ্ছে করে বর্ষায় প্রথম দিনে,
তোমাকে নিয়ে ছাদে গিয়ে ভিজতে ভিজতে
বর্ষাকে আমন্ত্রণ জানাতে
আর তুমি বলো
সে তোমার ইচ্ছে।
ইচ্ছে করে হেমন্তের রাতে
চাঁদের আলোতে তোমার হাত ধরে
গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে
আর তুমি বলো
সে তোমার ইচ্ছে।
ইচ্ছে করে পাহাড়ে চিৎকার করে
তোমাকে ভালোবাসি বলে
এর প্রতিধ্বনি শুনতে
আর তুমিই বলো
সে তোমার ইচ্ছে।
আর আমি বলি
তুমি বঞ্চিত হলে
আমার হৃদয়ছোঁয়া সুন্দর সেই স্বপ্নগুলোর থেকে
সে তোমার ইচ্ছে কথাটির কারণে।