প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০
এম. আবু বকর সিদ্দিক
রক্ত দিয়ে ফুটিয়েছি,
স্বাধীনতার ফুল,
সে ফুল আমার গলার মালা,
নেই যে তার তুল।
রক্তে ভেজা স্বাধীনতা
রাখব চিরদিন,
ভুলব নাকো আমার ভাইয়ের
খুন ঝরানো ঋণ।
পশ্চিমাদের অবিচারে
সবাই হলাম ক্ষুব্ধ,
ন্যায্য দাবি আদায় করতে
করেছিলাম যুদ্ধ।
ত্রিশ লক্ষ জীবন দিলাম
শান্তি আসবে দেশে,
আজও দেখি গুম খুন হয়
স্বাধীন বাংলাদেশে!
চাঁদাবাজ আর মদ্যপায়ী
ঘুরছে ঠিকই দলে,
যার কারণে স্বাধীনতার
সুফল ভাসে জলে।