প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০
স্বাধীনতা মানে তিরিশ লক্ষ শহিদের রক্ত,
স্বাধীনতা মানে হানাদার বাহিনী থেকে মুক্ত।
স্বাধীনতা মানে মুজিবের তর্জনী শাশ্বত হাত,
স্বাধীনতা মানে বাংলা মায়ের বুকে আঘাত।
স্বাধীনতা মানে হাজারো নারী হয়েছে ধর্ষণ,
স্বাধীনতা মানে মুজিবের রক্তচক্ষুর গর্জন।
স্বাধীনতা মানে তেইশ বছরের করুণ ইতিহাস,
স্বাধীনতা মানে লাল সবুজের বিজয়োল্লাস।
স্বাধীনতা মানে মুক্তিযোদ্ধাদের সাহসী কণ্ঠস্বর,
স্বাধীনতা মানে বিজয়ের ষোলোই ডিসেম্বর।
স্বাধীনতা মানে সেই কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান,
স্বাধীনতা মানে বাংলার অর্জিত অমর উপাখ্যান।