মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০

ফলের মাস
অনলাইন ডেস্ক

নানা ফলের বাহার নিয়ে

আসলো মধুমাস,

নতুন যৌবনে মাথা তোলে

মাঠে সবুজ ঘাস।

আমের বনে মধুর ঘ্রাণে

মৌ মৌ যে চারিপাশ,

পাকা জামের রঙিন রঙে

মেটায় অভিলাষ।

পাকা কাঁঠাল ভারী মজা

রসে ভর্তি লিচু,

তরমুজ, ফুটি জামরুল

আরও কত কিছু।

ফলের গন্ধে মাতোয়ারা

মৌমাছির ঐ দল,

মধু মাসে এ ধরার বুকে

পাকে হরেক ফল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়