সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০

অচেনা জগতে অচেনা মানুষ
অনলাইন ডেস্ক

তাই অণুক্ষণ স্রষ্টাকে স্মরি!

তিনি মহান রাজা, রক্ষাকর্তা!

অচেনা জগতে অচেনা মানুষ যেন

তাই নিজেকে বড় অচেনা মনে হয়!

সত্যি জাগতিক এই ব্যস্ততার ভিড়ে,

প্রতিবেশীর কবরে যাবার সময় নাই,

যান্ত্রিক জগতের যন্ত্রমানবের মাঝে

নিজেকে হারিয়ে খুঁজে ফিরি মরু এই প্রান্তরে।

কখনো কখনো তিল তিল বেড়ে ওঠে পুঞ্জিভূত ক্ষোভ

অজানা কোনো কারণেই!

জমাটবদ্ধ কষ্টগুলো লাফিয়ে লাফিয়ে বেড়ায়।

আর মানবতা হারায় কেউ কেউ,

অথবা মুখ লুকিয়ে কাঁদে।

আবার মৌমাছির চাকের মত জমাট বাধা কষ্টগুলো

ঘুণেধরা জগতের ঘুণে ধরা মানুষগুলোর মাঝে হানা দেয়;

সবাই যেন অচেনা মানুষ; কেউ তো আপন নয়!

অচেনা জগতে অচেনা মানুষ

আমি, তুমি, তোমরা সবাই অচেনা হয়ে যায়,

নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা মানুষগুলো-

পরস্পরের নিঃসঙ্গ মনে হয়।

তাই অণুক্ষণ স্রষ্টাকে স্মরি!

তিনি মহান রাজা, রক্ষাকর্তা!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়