প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০
মোখলেছুর রহমান ভূঁইয়া
পদচিহ্ন রেখে গন্তব্যে পৌঁছলে তুমি
রেললাইনে হাতে হাত রেখে বয়ে চলা সাথী
ট্রেন হুঁইসেল দিয়েই স্টেশন জানান দেয়
অথচ- তুমি হুঁইসেল না দিয়েই নেমে পড়লে?
স্টেশনের দৌড়ঝাঁপও অদৃশ্য!
হ্যাঁ- তুমি এক ভিআইপি যাত্রী
ওই কামরায় প্রবেশাধিকার নিষেধ
নিবিড় কামরার উপরিভাগ দেখে দেখে
নয়নের নোনা জলে ভেসে বেড়ায় অনুজরা।
জানি- দেখা দিবে না তুমি, বড্ড ঘুম পাচ্ছে
অঘোর- ঘুম বিলাস যাপন প্রার্থনা।