বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০

বিচিত্র কুমারের কবিতা
অনলাইন ডেস্ক

ছ্যাঁকা

তোমার মিথ্যে ভালোবাসাগুলো আমার জীবনে

এতো বেশি প্রভাব বিস্তার করেছে যে-

ইদানীং সত্যিকারের ভালোবাসাগুলোকেও অগ্নিফুলঙ্গ মনে হয়,

গোলাপ পাপড়িগুলোকেও গোলাপ কাটা মনে হয়,

মিলনের সুরকেও বিষাদের সুর মনে হয়।

যেন মনে হয় ঘৃণাভরা নদীর জোয়ারে কোন শুভ্রতা নেই,

কোন ফুলের বুকে একটুকুও পবিত্রতা নেই;

বসন্তের কোকিলের গানেও কোন মাধুর্য নেই,

প্রকৃতির মাঝেও কোন ভালোবাসা নেই,

আছে শুধু প্রেমিকাদের মনে অভিনয় শৈলী যে।

অতঃপর, আগের মতো আর কাউকে বিশ্বাস করতে পারি না,

আগের মতো কাউকে আর কাছেও টানতে পারি না;

আগের মতো কাউকেই আর ভালোবাসতেও পারি না,

বারবার প্রেমটাকেই শুধু মনে হয় এখন একটা ছলনা।

আসবে কবে তুমি

ফুল ফুটেছে গাছে গাছে

কোকিল ডাকে মনের বাঁকে

অরণ্য আর বনে।

আসবে কবে তুমি? ওগো মৌসুমী!

চিকিমিকি রৌদ্র লিখছে প্রেমের কাব্য

পদ্য আর গদ্য। মনে মনে-

রংধনু রঙ মেখেছে, যেই না বৃষ্টি এসেছে ফিরে;

নীল আকাশে স্বপ্ন নদীর তীরে।

আসবে কবে তুমি? ওগো আমার মৌসুমী!

ইচ্ছেনদী যাচ্ছে শুকে

ফুলগুলো সব পরছে ঝরে

গহীন বালুচরে।

কোথায় তুমি কোন্ বিদেশে?

আসবে কবে তুমি? ওগো মৌসুমী!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়