প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০
আজি এ উদাস দুপুর
অলস তুমি- নিথর সমীরণ
সুদূর নিমজ্জনে
আসন্ন মেঘ বৃষ্টি হয়ে গেল
কিছু কি বলার ছিল না বাকি- প্রিয়!
কাকডাকা দুপুরে অথবা বধির সন্ধ্যায়
এতো অভিমান- এতো আক্ষেপ জমা ছিল বুকে
জলের মতো লেপটে গেলে যে!
কৃষ্ণচূড়ারা অপলক চেয়ে আছে
আকুল রোদন- মজ্জনে শোকগাথা
ফুলের বনে শোকসভা
কবি নেই- সাদা চুলের কবি নেই।
কত কথা হৃদয়ে জাগে-
আশ্রমের উঠোনে কবিতা নিয়ে তর্ক
জোড়পুকুর পাড়ে ক্লান্ত দুপুর
কালীবাড়ি মোড়ে অপেক্ষা
রেললাইনের পাশে টংঘরে চায়ের আড্ডা অতঃপর কবিগৃহে
সাদা চুলের কবি-সঙ্গ।