প্রকাশ : ১৩ মে ২০২৩, ০০:০০
(মরিয়মকে)
ক্লান্তিময় রোদনে কাঁপা শিশুর আবেশে
ঘরময় বিস্তৃত সুখের সংবাদ।
ভীষণ সন্ধানে ফিরে আসা অস্তিত্বের পাশে
বসে থাকা সহজ ও পরীক্ষিত সংঘাত।
প্রেমের পরস পাওয়া শিশুটি না বুঝেও
লালিত করে বৃন্তাক ভালোবাসা।
পৃথিবী যখনই মৃত্যুর খেলায় মেতে ওঠে
শিশু তখনই নিবারণমুখী হবে এই প্রত্যাশা!
তোমারও কি অসুখ কম ছিল, বলো!
কেমন ফিরে ফিরে আত্মমগ্নমুখী-
বিভৎসতার পাশাপাশি বাঁচার পরামর্শে
নিয়মিত জেনে গেছি কিসে ছিলে সুখী!
তবুও ভালোবাসার প্রতি এতটুকু অভিযোগ নেই!
তোমার নবজাতকের কান্না বিজড়িত মুখের
দিকে তাকিয়ে দেখো, সেখানে একটি সুখ
তার স্বস্তি এবং একটি ঝাঁঝালো কণ্ঠস্বরের
পাশাপাশি তোমার বেদনার প্রসাধনী
বর্তমান কি-না?