প্রকাশ : ১৩ মে ২০২৩, ০০:০০
মোটরসাইকেল ড্রাইভ করে
চাঁদপুর শহর থেকে বের হচ্ছি
বাসস্ট্যান্ড পার হতেই একটু
চোখ ডানদিকে গেলো
সিএনজি অটোরিকশার পেছনের সিটে
দু হাত বুকের পাঁজরে রাখা
কালো সানগ্লাস পরা পর্সা স্মার্ট মানুষ
উদাস মনে কী যেনো ভাবছেন!
মনে হলো আমার ড্রাইভ করা
মোটরসাইকেলের দিকেই দৃষ্টি তার
ভাবলাম, কে ওনি ভদ্রলোক?
আলতোভাবে সিএনজি অটোকিরশা থেকে দেখছেন...
তাৎক্ষণিক ভেবে বুঝলাম
ওই কালো চশমা পরা ভদ্রলোক
আর কেউ নন
আমার শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ
বড় ভাই
কবি ও সাহিত্যিক ইকবাল পারভেজ
হে কবি সাহিত্যিক
খুব ভালো থাকুন আপনি
অফুরন্ত শ্রদ্ধা ভালোবাসা ও শুভ কামনায়।