বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:০০

একদিন চলে যাবো
অনলাইন ডেস্ক

একদিন চলে যাবো, সবকিছু ছেড়ে-

রাত্রিকালের নিকোশ পাহাড় ভেঙ্গে।

আমি এতদিন ছিলাম পৃথিবীর মুসাফির,

হয়তো বনে-বাদলে ঘুরেছি সন্ন্যাসী হয়ে,

কোনো একদিন চলে যাবার ক্রান্তিক্ষণে

বয়ে বেড়াবো হাজারো বিস্মৃত বিষণ্নতা।

আকাশ, বাতাস, জমিন, পাহাড়, হিমালয়, ঝড়

নদ-নদী, জোয়ার-ভাটা, উপত্যকা, সাগর-মহাসাগর

সবকিছুই এই যাবৎকালে আমার আপন ছিল।

কিন্তু সময়ের কালকর্মে পরিস্থিতির সন্নিবেশে

আশপাশের মানুষগুলো ছিল ছদ্মবেশে।

আমার ফুল ছিল না, ঠিকানা ছিল না,

শুধু ছিল একগাদা বিষাক্ত কাঁটার ব্যথা।

আমার পোশাক ছিল না, আপন কেউ ছিল না

আমি ছিলাম অর্ধউলঙ্গ একজন সন্ন্যাসী

তবে হৃদয়ের মধ্যখানে ছিল একটি মানবমন্দির।

আমার মানবমন্দিরে পূজা হতো, তপস্যা হতো

প্রার্থনা হতো, ধ্যান হতো, মানবহৃদয় চর্চা হতো,

যেখানে উচ্ছ্বাস ছিল না, উৎসব ছিল না

শুধু ছিল স্রষ্টার প্রতি সীমাহীন কৃতজ্ঞতা।

একদিন চলে যাবো, সবকিছু ছেড়ে

জানি না পৃথিবী বদলাবে কীনা!

হয়তো বা আমার সাজানো মানবমন্দির

ভেঙ্গে চূরমার হয়ে যাবে,

হয়তো বা অস্তিত্বহীন হয়ে পড়বে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়