প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:০০
সুরের মায়ায় হারাই আমি দূর সে নীলিমায়
তোমার চোখের নীলে আমি হারাই অজানায়
যখন তুমি ডাকো আমায় তোমার আঙ্গিনায়
তখন আমি বাঁধা পড়ি তোমার সুরের মায়ায়।
প্রভু ডাকেন আমায়! প্রভু ডাকেন আমায়!
কী আশ্চর্য সৃষ্টি তোমার, কী যে মহিমা
দিবানিশি মোহিত করে আমায়
হে প্রভু, আমি ক্ষুধিত, আমি তৃষ্ণার্ত
বাঁচিতে চাহি আমি তোমারই ছায়ায়।
নীল সাগরের পাড়ে বসে যখন ভাবি তোমায়
হৃদয় আমার ভরে যায় তোমার মুখচ্ছায়ায়
গুনগুনিয়ে গান গেয়ে যাই তোমারই কল্পনায়
রই তাকিয়ে ঐ দিগন্তের পাড়ে তোমারই প্রতীক্ষায়।
দিনে-রাতে থাকি রইবো আমি তোমারই ভাবনায়
তুমি যদি রও পাশে, তবে রইনা অসহায়
আকাশ যখন ঢেকে যায় কালো মেঘের ছায়ায়
তবুও তুমি রাঙাও এ মন তোমার সুরের মায়ায়।