প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০
মাহে রমজান
শুরু হলো মাহে রমজান সিয়ান সাধনার দিন
যার বরকতে মহান আল্লাহ্ ছড়ান পুণ্যের বিন।
রমজান আসে বিশ্ব-জাহানে নেকের দোলনা হয়ে
এই দোলনায় দোলে মুসলিম শিশু আদলে।
শিশু যখন দোলনায় থেকে আনন্দে মিষ্টি হাসে
তা'দেখে পিতা-মাতা তখন সুখের তৃপ্তিতে ভাসে।
এর চেয়েও বেশি তৃপ্তিতে থাকেন মহান সৃষ্টিকর্তা
যখন দেখেন তারই বান্দা করছে সিয়াম সাধনা।
সিয়াম সাধনায় পরিশুদ্ধ হয়-যে মানবজাতি
রব্বে করিম বাড়িয়ে দেন দুনিয়া-আখিরাতে সম্মান আর খ্যাতি।
রমজান আসে পাপ মোচনে এই ধরাধামে
পাপ তাড়িয়ে পূর্ণ হবে নেক আর পূন্যেতে।
অপবিত্রতা অশ্লীলতা বেহায়াপনা নিকৃষ্টতম পথ
নামাজ রোজা তাসবি-তাহলিল উজ্জ্বলতর ইবাদত।
তারাবিহ সেহরি ইফতার একই সূত্রে গাঁথা
একে সত্তর পূর্বশর্ত বিরাট সার্থকতা।
রমজান আসে শান্তির বার্তা হয়ে মানবকূলেতে
জান্নাতের সুভাস ছড়িয়ে দিতে ইসলামের পতাকা তলে।
রমজান হলো জান্নাতের আবাস,সিয়াম সাধনা রবের খুশি
আল্লাহর রাহে গড়ো সবাই আপন জিন্দেগি।
রমজান মাস প্রভুর নেয়ামতের মাস,সিয়াম পালনে অন্তর হয় পরিষ্কার
প্রথম দশে রহমত আর দ্বিতীয় দশে মাগফিরাত শেষের দশে নাজাত মুক্তির পুরস্কার।
রমজান মাস ইবলিশের আটকের মাস বন্ধ শয়তানি সব
এই সুযোগে ইমান মজবুত হবে পাপ মুছবেন আপন রব।
রমজান মাস সম্মানের মাস খোদাতায়ালার দান
সিয়াম পালনে অর্জিত হবে অশেষ প্রতিদান।
রহমত মাগফিরাত নাজাতের সৌভাগ্যের মাস
এই মাসটির মূল্যায়ন করলো যারা সার্থক জীবন স্বর্গবাস।
রোজা মানে
রোজা মানে এশারসহ তারাবিহ্ পড়তে যাওয়া,
রোজা মানে ভোর রাতে জেগে সেহরি খাওয়া।
রোজা মানে না-খেয়ে সারাদিন উপাস হয়ে থাকা,
রোজা মানে সন্ধ্যায় খাওয়ার জন্য ইফতার সামনে রাখা।
রোজা মানে ধনী গরীব একই নিয়ম মানা,
রোজা মানে ক্ষুধা কি তার উপলব্ধি জানা।
রোজা মানে পুণ্য বাড়ানোর মহা এক সুযোগ,
রোজা মানে আল্লাহ্ পাকের দয়া কি তা বুঝুক।
রোজা মানে মহান প্রভুর অবারিত নেয়ামত,
রোজা মানে ইবলিশের শয়তানির খেয়ানত।
রোজা মানে পাপ তাড়িয়ে নেকের পাল্লা ভারী,
রোজা মানে অন্ধকার কবরে আলোর ঝলকানি।
রোজা মানে সংযমী হওয়া সুশৃঙ্খল চলা,
রোজা মানে সবসময় সত্য কথা বলা।
রোজা মানে নফসের সাথে পবিত্রতার বন্ধন,
রোজা মানে পাপিষ্ঠ ইবলিশের অনবরত ক্রন্দন।
রোজা মানে সুরা আর খতমে তারাবিহ্ নামাজ,
রোজা মানে ভেদাভেদ ভুলে সুন্দর করতে সমাজ।
রোজা মানে অসংখ্য রহমত বরকত ক্ষমা মাগফিরাত,
রোজা মানে মুমিন বান্দাদের সুন্দর দুনিয়া-আখিরাত।
রোজা মানে একে-সত্তর আল্লাহ্ তা"আলার দয়া,
রোজা মানে বান্দার প্রতি মহান প্রভুর অবারিত মায়া।
রোজা মানে দয়াময় সৃষ্টিকর্তার শুভ দৃষ্টি পাওয়া,
রোজা মানে সৌভাগ্যবান দোজখিদের বেহেশতের পথে যাওয়া।
রোজা মানে মহান খোদা তা"আলার সীমাহীন ক্ষমা,
রোজা মানে জান্নাত পুরস্কার রাখছেন তিনি জমা।
রোজা মানে রব্বে করীমকে খুশি করার পথ,
রোজা মানে সৃষ্টিকর্তার নিজ হাতে পুরস্কারের শপথ।
রোজা মানে আল্লাহ্'র ভয়ে করেননা কিছু পান,
রোজা মানে শেষ বিচারে জান্নাত প্রতিদান।