সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০

নারী
অনলাইন ডেস্ক

আমরা জাতিতে নারী

আমরা কি তাই হারি?

হারবো কেন?

আমরা সবই জয় করতে পারি।

কাজের ক্ষেত্রে ঘরে বাইরে

ছুটে চলি নিত্যদিন,

বাধা-বিঘ্ন পেরিয়ে চলি

নারীরা আপোষহীন।

নারী যখন এগিয়ে চলে

ভালো লাগে ক'জনার?

মুখে হাসি, অন্তরে রাগ

প্রকাশ পায় বহুবার।

নারী পুরুষে বৈষম্য

এভাবে যারা ভাবেন,

তাদের বলি অন্তর্দৃষ্টি

প্রখর করে রাখেন।

বিধাতা দিয়েছেন নারীদের বেশি

মর্যাদা আর সম্মান

মায়ের পায়ের নিচে বেহেশত

তাই মায়ের সেবা করে যান

সন্তান প্রসব করে নারী

পুরুষ কখনো পারে কি তা?

নারীদের বেশি সক্ষমতা আর

সম্মানিত করেছেন বিধাতা।

সব কিছুতে এগিয়ে নারী

তবে কেন সংশয়?

দুর্বার গতিতে দুর্বার নারী

কখনো পায় না ভয়।

* পাঠক ফোরামে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়