প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০
উৎসর্গ : প্রিয় শিক্ষক ফাতেমা আক্তার ম্যাম।
সমুদ্রের স্রোতের মতো তোমার সুচারু কথা,
জ্যোতির আলোয় ভরপুর জীবনের বারতা।
শিক্ষাগুরু তুমি, লও মোর প্রেয়সী সালাম,
এই প্রাণের সবটুকু ভালোবাসা তোমাকেই দিলাম।
তুমি কখনো বা কাশ্মীরের সাদা ধপধপে পাহাড়,
কখনো বা তুমি মেঘালয়ের রিমিঝিম বৃষ্টির জোয়ার।
তোমাকে কখনো দেখি আগ্নেয়গিরির মতো উত্তপ্ত,
কখনো বা দেখি সাদা গোলাপের মতো মসৃণ শান্ত।
তুমি সত্য সভ্যতা, তুমি শ্বাশত ন্যায়ের মহাপ্রাচীর,
নিরব ফিনিক্স পাখির মতো জেগে উঠা নীড়।
তোমার শিক্ষার ঐশ্বর্য্যে জীবনের হৃদয়পদ্ম দোলে
তুমি মিশে যাও, ভালোবাসার গহীন গভীর জলে।
তুমি মহারথী হয়ে বেঁচে থাকবে যুগ-যুগান্তর,
তুমি এই জগৎতের জলহীন মহা বিদ্যাসাগর।
শিক্ষক নও, তুমি মহারথী, তুমি আলোর ধ্রুমি;
তোমাতে জেগে আছে, জীবন আদর্শের মরুভূমি।
* পাঠক ফোরামে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]