সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০

রোজার মাহাত্ম্য
অনলাইন ডেস্ক

খোদার ভয়ে ভীত হৃদয়

গড়ার প্রয়োজনে,

রোজা রাখা ফরজ হলো

পবিত্র রমযানে।

মহান স্রষ্টার বিশ্বাস ও ভয়

থাকবে যে বান্দার,

সে বান্দা পারে না কভু

করতে পাপাচার।

আল্লাহ তা’য়ালা সর্বদ্রষ্টা

সদা বিরাজমান,

এ আকিদায় চলার জন্য

সাওমের ফরমান।

রোজা রেখে বান্দা যখন

খোদাভীরু হবে,

রোজার উসিলাতে সকল

গুনাহ মুছে যাবে।

রোজাদারগণ মহান রবের

বিশেষ মেহমান,

তাদের জন্য নির্ধারিত

শ্রেষ্ঠ দ্বার রইয়ান।

শুদ্ধচিত্তে রোজা রাখায়

পুণ্য বেশুমার,

প্রভু স্বয়ং নিজে দিবেন

রোজার পুরস্কার।

* পাঠক ফোরামে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়