প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০
ভেঙ্গে ফেলে লোহার তালা, আয়রে উন্মুক্তে চলে
আর কতোকাল থাকবি পড়ে কুসংস্কারের তলে।
পৃথিবী তোদের ডাকছে দেখ, দু হাতছানি দিয়ে
বেরিয়ে আয়, আয়রে তোরা আলোর মশাল নিয়ে।
শক্তি সাহসে হ তোরা, আরো বলীয়সী
বিদ্যা-বুদ্ধিতে হ তোরা, আরো গরীয়সী।
সাহসে ভরা নেত্রে খোঁজ, সকল মিথ্যাচার
প্রতিবাদের হাত বাড়িয়ে ভাঙ্গ অহংকার।
বন্ধ কর- শারীরিক, মানসিক, কণ্ঠে শাষিত অত্যাচার
বন্ধ কর- পুরুষ কর্তৃক যৌতুক ব্যাধির ভার।
বন্ধ কর- শিশুশ্রম, বিদেশে নারী পাচার
বন্ধ কর- পুরুষশাষিত সামাজিক অনাচার।
অধিকার আদায়ে হ তোরা দৃঢ় প্রতিজ্ঞ
উন্নয়নের সকল কাজে হ অভিজ্ঞ।
তোরাই হবি- এমপি, হবি মিনিস্টার
তোরাই হবি- জর্জ, হবি ব্যারিস্টার।
কোন কাজে একটুও তোরা করিস নে পিছুটান
জগতজুড়ে তোদেরকে হতে হবেই খ্যাতিমান।
ইতিহাসের পাতায় পাতায় থাকবে তোদের নাম
বিশ্বজুড়ে তোদের যেন করে সম্মান।
লোকে যেন তোদেরকে আর, না বলে অবলা
সব সময়ে রাখবি মনে তোরাও সবলা।
* পাঠক ফোরামে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]